সাকিবের অনন্য কীর্তি

সমৃদ্ধ ক্যারিয়ারে গর্ব করার মতো আরেকটি অর্জন সঙ্গী হলো সাকিব আল হাসানের। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও উইকেট, দুটিই এখন এককভাবে সাকিবের। টি-টোয়েন্টিতে নিজের দেশের হয়ে ব্যাটিং-বোলিং দুটিরই চূড়ায় নেই বিশ্বের আর কোনো ক্রিকেটার!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 08:28 AM
Updated : 5 July 2015, 03:53 PM

ব্যাটিংয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রান আগে থেকেই ছিল সাকিবের। আর উইকেটের তালিকায় শীর্ষে ছিলেন যৌথভাবে আব্দুর রাজ্জাকের সঙ্গে। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ডেভিড মিলারকে আউট করে সাকিব ছাড়িয়ে গেলেন রাজ্জাককে।

৩৭ মাচে ৪৫ উইকেট সাকিবের, ৩৪ ম্যাচে ৪৪টি উইকেট এখন দলের বাইরে থাকা রাজ্জাকের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একাধিকবার ৪ উইকেট নেওয়ার কীর্তিও আছে কেবল সাকিবের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে ৩৭ ইনিংসে সাকিবের রান ৮৩৫। আর ৩৮ ইনিংসে ৭২১ রান নিয়ে তার পরে আছেন তামিম ইকবাল।