ইয়াসিরের ঘূর্ণির পর ব্যাট হাতে ধুকছে পাকিস্তান

সিরিজে তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। কিন্তু ব্যাট হাতে ধুকেছে পাকিস্তান। আর এ কারণেই তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কাই এগিয়ে রইল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 03:04 PM
Updated : 4 July 2015, 03:04 PM

পাল্লেকেলেতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৭৮ রানের জবাবে পাকিস্তান শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৯ উইকেটে ২০৯ রান নিয়ে।

পাকিস্তানের ইনিংসে আসা-যাওয়ার মিছিলে ব্যাট হাতে লড়াই করেন সরফরাজ আহমেদ আর আজহার আলি।

আজহার ৫২ রান করে আউট হলেও ৭২ রান নিয়ে উইকেটে আছেন সরফরাজ।

শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নেন দুই পেসার ধাম্মিকা প্রসাদ ও নুয়ান প্রদিপ। দুটি উইকেট নেন অফ স্পিনার থারিন্দু কৌশল।

এর আগে প্রথম দিনের ৮ উইকেটে করা ২৭২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে আর মাত্র ৬ রানই যোগ করতে পারে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ইনিংসের শেষ উইকেটটি নেন আগের দিন ৪ উইকেট পাওয়া ইয়াসির। ইনিংসে ৫ উইকেট পেতে ৩১.৫ ওভারে ৭৮ রান খরচ করেন এই লেগ স্পিনার।