টি-টোয়েন্টির চেয়ে টেস্টে গুরুত্ব দিচ্ছেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই। বাংলাদেশের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক বরং ভাবতে বলছেন টেস্টে উন্নতির উপায় নিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 01:34 PM
Updated : 4 July 2015, 03:42 PM

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু রোববার। কোচ চন্দিকা হাথুরুসিংহেসহ অনেকেই এই সিরিজকে দেখছেন বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির শুরু হিসেবে। টি-টোয়েন্টিতে এখনও বাংলাদেশের সেভাবে শক্ত জমিন না পাওয়া নিয়ে চলছে আলোচনা।

তবে শনিবার সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি ভাবনায় খুব বেশি কাতর না হওয়ার আহবান জানালেন মাশরাফি।

‌‌“আমরা হয়ত ইদানিং ভালো খেলছি। কিন্তু আমি বলব, এখনও আসলে আমরা উন্নতি করছি। বহু চ্যালেঞ্জ পড়ে আছে সামনে। আমরা দেশের বাইরে কেমন খেলি, সেটা দেখতে হবে। দেখতে হবে টেস্ট কেমন খেলি, ভাবতে হবে উন্নতি নিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটকে সেভাবে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না। এখনই এতটা গুরুত্ব দিতে চাই না।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।