হুমকি হয়ে আগে নামবেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং সামর্থ্যের সর্বোচ্চটা পেতে তাকে ওপরে ব্যাটিং করাতে চায় দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সেটা হতে পারে ইনিংস উদ্বোধনে কিংবা ব্যাটিং অর্ডারের তিন নম্বরে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 12:47 PM
Updated : 4 July 2015, 03:41 PM

শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন ডি ভিলিয়ার্স। সেটা থেকেই কৌতুহল ডালমালা মেলছে, মূল সিরিজেও একই ভূমিকায় দেখা যাবে কিনা বিস্ফোরক এই ব্যাটসম্যানকে।

শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসি সরাসরিই জানিয়ে দিলেন, ডি ভিলিয়ার্সকে দেখা যাবে টপ অর্ডারেই।

“আমাদের পরিকল্পনা হলো এবিকে একটু আগে ব্যাটিংয়ে নামানো। সেটা ওপেনিংই হবে নাকি তিন নম্বর, তা নিয়ে এখনও আলোচনা করছি। তবে নিয়মিত পজিশনের চেয়ে সে ওপরে ব্যাট করবে নিশ্চিতভাবেই।”

ডি ভিলিয়ার্স সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন মিরপুরেই। গত বছরের এপ্রিলে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে। ওই ম্যাচে পাঁচে ব্যাট করে ১০ রানে আউট হয়েছিলেন ডি ভিলিয়ার্স। তার আগের ম্যাচেই চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিনে নেমে ২৮ বলে করেছিলেন অপরাজিত ৬৯ রান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৭ বার চারে ব্যাট করেছেন ডি ভিলিয়ার্স, ১৫ বার করেছেন তিনে। পাঁচ নম্বরে নেমেছেন আট ম্যাচে, আর ছয় নম্বর তিন ম্যাচে। এমনকি ২০১৩ সালে একটি ম্যাচে ওপেনও করেছিলেন, পাকিস্তানের বিপক্ষে ২২ বলে করেছিলেন ৩৬।