অচেনাকে ভয় ফাফ দু প্লেসির

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষের ভাবনা থাকে সাকিব-তামিম-মুশফিকদের নিয়ে। ফাফ দু প্লেসিরাও নিশ্চয়ই ছক আঁকছেন সাকিবদের আটকাতে। তবে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের চেয়েও দক্ষিণ আফ্রিকা অধিনায়কের বেশি ভয় বাংলাদেশের ‘অচেনা’ তরুণ ক্রিকেটারদের নিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 10:57 AM
Updated : 4 July 2015, 03:42 PM

সৌম্য-সাব্বির-মুস্তাফিজের মতো তরুণরা গত কিছুদিনে বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছেন নতুন মাত্রা। বদলে যাওয়া বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেট দর্শন ধারণ করে এই তরুণরা উপহার দিচ্ছেন রোমাঞ্চকর খেলা।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কণ্ঠে তাই বাংলাদেশের তরুণদের প্রতি সমীহ।

“বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারকে নিয়েই ভাবনা আছে আমাদের। দলটির দারুণ একটি ব্যাপার হলো, নতুন অনেক ছেলে এসেই ভালো করছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে এই নতুনরা খুব বিপজ্জনক হতে পারে।’’

বাংলাদেশের তরুণদের নিয়ে নিজেদের শঙ্কার জায়গাটিও খোলাসা করে দিলেন দু প্লেসি।

‌‌“নতুনরা বিপজ্জনক কারণ ওদের অনেকের বিপক্ষে আমরা খেলিনি বা সেভাবে দেখিনি। টি-টোয়েন্টিতে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। দুই ওভারের মধ্যে অনেক সময় খেলার মোড় বদলে যায়। এজন্য অচেনারাই কখনও কখনও হয়ে ওঠে ভীষণ বিপজ্জনক।”