ম্যাককালামের ৬৪ বলে ১৫৮ রান!

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউ জিল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটসম্যান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে করেছেন ১৫৮ রান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 07:44 AM
Updated : 4 July 2015, 09:43 AM

ইংল্যান্ডের এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বার্মিংহ্যাম বিয়ারসের হয়ে অপরাজিত ১৫৮ রান করতে মাত্র ৬৪ বল খেলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক ম্যাককালাম।

গত শুক্রবার এজবাস্টনে ডার্বিশায়ারের বিপক্ষে বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ১৩টি চার ও ১১টি ছয়ে।

এর আগে ২০০৮ সালের আইপিএলে ব্যাঙ্গালোরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অপরাজিত ১৫৮ রান করেছিলেন ম্যাককালাম। এটিই ছিল তখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

ম্যাককালামের রেকর্ড ২০১৩ সালের আইপিএলে ভাঙেন আরেক বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ব্যাঙ্গালোরের হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন তিনি।

শুক্রবার ম্যাচ সেরা ম্যাককালামের অসাধারণ ইনিংসের কল্যাণে ডার্বিশায়ারকে ৬০ রানে হারায় বার্মিংহ্যাম।

নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রান করে বার্মিংহ্যাম। জবাবে ১৮২ রান তুলে ১৯.৪ ওভারে অলআউট হয়ে যায় ডার্বিশায়ার। 


টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস :

খেলোয়াড়

রান

দল

প্রতিপক্ষ

সাল

ক্রিস গেইল

১৭৫*

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

পুনে ওয়ারিয়র্স

২০১৩

ব্রেন্ডন ম্যাককালাম

১৫৮*

বার্মিংহ্যাম বিয়ারস

ডার্বিশায়ার

২০১৫

ব্রেন্ডন ম্যাককালাম

১৫৮*

কলকাতা নাইট রাইডার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০০৮

অ্যারন ফিঞ্চ

১৫৬

অস্ট্রেলিয়া

ইংল্যান্ড

২০১৩

লুক রাইট

১৫৩*

সাসেক্স

এসেক্স

২০১৪

গ্রাহাম নেপিয়ার

১৫২*

এসেক্স

সাসেক্স

২০০৮

ক্রিস গেইল

১৫১*

সমারসেট

কেন্ট

২০১৫