দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন চন্দিকা হাথুরুসিংহে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে চান বাংলাদেশ কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 01:55 PM
Updated : 3 July 2015, 04:01 PM

আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে এটিতেই সবচেয়ে নড়বড়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এ পর্যন্ত খেলা ১৮ ম্যাচে জয় মাত্র তিনটি, এর দুটি আবার আফগানিস্তান-নেপালের বিপক্ষে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আর কোনো বড় দলকে হারাতে পারেনি তারা। টি-টোয়েন্টি খেলেও খুব কম বাংলাদেশ। এই মুহূর্তে এমনকি নেই কোনো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টও। প্রতিটি বিশ্বকাপের আগে তাই নতুন করে গুছিয়ে উঠতে হয় বাংলাদেশকে।

শুক্রবার মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানালেন, দল গোছানোর কাজটা এবার এই সিরিজ থেকেই শুরু করতে চান।

“এই সিরিজে বিশ্বকাপ মাথায় থাকবে অনেকটাই। আমরা এখন দলের সমন্বয় নিয়ে ভাবছি, পরিকল্পনা নিয়ে ভাবছি। বের করার চেষ্টা করছি, কোনটা আমাদের জন্য কার্যকর হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজে এসব দিকে দৃষ্টি থাকবে আমাদের।”

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুটি টি-টোয়েন্টি হবে রোববার ও মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।