সোহাগ, রনির পাশে ইমরুল 

টি-টোয়েন্টি দলে থাকা সোহাগ গাজী ও রনি তালুকদারের নিজেদের প্রমাণ করার সুযোগ ছিল প্রস্তুতি ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি তারা। তবে দুই সতীর্থর পাশে দাঁড়িয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 01:50 PM
Updated : 3 July 2015, 04:01 PM

শুক্রবার ফতুল্লায় দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারা ম্যাচে ১ রান করেন রনি। অলরাউন্ডার বিবেচনায় দলে ফেরা সোহাগ করেন ১৩ রান। পরে ২ ওভার বল করে ১৮ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।
 
কাইল অ্যাবটের বলে বোল্ড হন রনি। ৮ বল খেলে ১ রান করা এই ব্যাটসম্যান অ্যাবটের বল বুঝতেই পারেননি। ইমরুল মনে করেন, খুব ভালো একটি বলে শেষ হয়ে যায় রনির ইনিংস।   
 
বোলিংয়ে এসে প্রথম ওভারেই ১১ রান দেন সোহাগ। সে সময় ক্রিজে ছিলেন কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। ইমরুল মনে করেন, অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় ছন্দ পেতে একটু সমস্যা হতে পারে সোহাগের।
 
“এটাও চিন্তা করতে হবে ও কার বিপক্ষে বোলিং করছিল। সে সময় ক্রিজে ছিল ডি ভিলিয়ার্স, যে কিনা এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আমার মনে হয়, সোহাগ খুব তাড়াতাড়ি এই জিনিসটা মানিয়ে নিতে পারবে।”
 
প্রস্তুতি ম্যাচে ভালো না করলেও মূল দলে থাকা সোহাগ ও রনির ভালো একটা অনুশীলন হয়েছে বলে মনে করেন ইমরুল।
 
“সোহাগ অনেক দিন পর এমন একটি ম্যাচে খেলেছে। মূল ম্যাচে মাঠে নামার আগে তার একটা অভিজ্ঞতা হল।”