‘আত্মবিশ্বাসী’ হলেই কিপিংয়ে মুশফিক

বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহে জানালেন, আত্মবিশ্বাস ফিরে পেলেই কিপিংয়ে ফিরবেন মুশফিক। আর সেই বিশ্বাস ফিরে পাওয়া অনেকটাই নির্ভর করছে মুশফিকের আঙুলের অবস্থার ওপর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 01:36 PM
Updated : 3 July 2015, 04:00 PM

ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে দুটি সহজ ক্যাচ মিস করেছিলেন মুশফিক। পরে ওই ম্যাচেই আবার পাঁচ ক্যাচ নিয়ে ছুঁয়েছিলেন বাংলাদেশের রেকর্ড। পরের দুই ম্যাচে আর কিপিং গ্লাভস হাতে নেননি বাংলাদেশের সফলতম উইকেটকিপার।

দক্ষিণ আফ্রিকা সিরিজের অনুশীলনে অবশ্য প্রতিদিনই কিপিং অনুশীলন করছেন মুশফিক। শুক্রবারও শের-ই-বাংলা স্টেডিয়ামে দীর্ঘ সময় তিনি কিপিং অনুশীলন করেছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে নিয়ে। পরে সংবাদ সম্মেলনে মুশফিকের কিপিংয়ের ভবিষ্যত জানালেন হাথুরুসিংহে।

“যখনই মুশফিক কিপিং করার আত্মবিশ্বাস ফিরে পাবে, তখনই সে কিপিং করবে। এতে আমাদের দলে বিকল্পও বাড়বে। অনুশীলনে কিপিং করা শুরু করেছে। সে আত্মবিশ্বাসী হলেই আমরা ওকে কিপিং গ্লাভস ফিরিয়ে দিতে মুখিয়ে আছি।”

ভারত সিরিজের শেষ দুই ওয়ানডেতে কিপিং না করার কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল মুশফিকের আঙুলের চোটের কথা। হাথুরুসিহে জানালেন, সেই চোট নিয়ে ভাবনা আপাতত নেই।

“পুরোটাই নির্ভর করছে ওর আঙুলের ওপর। এই মুহূর্তে ওর আঙুল যথেষ্টই ভালো। ফিজিও বেশ সন্তুষ্ট। দ্রুত সেরে উঠছে।”