দক্ষিণ আফ্রিকাই ফেভারিট: বাংলাদেশ কোচ

ভারত সিরিজ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ভারতের চেয়েও কঠিন হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ। অধিনায়কের কথার প্রতিধ্বনি কোচের কণ্ঠেও। চন্দিকা হাথুরুসিংহে বরং আরেকটু এগিয়ে ফেভারিটই ঘোষণা করে দিলেন দক্ষিণ আফ্রিকাকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 01:27 PM
Updated : 3 July 2015, 04:02 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বরাবরই বাজে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ বারের দেখায় জয় মাত্র একটি, ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে। সামর্থ্য ও শক্তিমত্তায়ও বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে প্রতিপক্ষই ফেভারিট, শুক্রবার সংবাদ সম্মেলনে বললেন হাথুরুসিংহে।

“সব ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকা অনেক অনেক দিন ধরে দারুণ শক্তিশালী এক দল। বছরের পর বছর ধরে ওরা ধারাবাহিক ক্রিকেট খেলে আসছে। আমার মতে, ওরাই ফেভারিট।”

তাই বলে মাঠে নামার আগেই হাল ছাড়ছেন না কোচ। ওয়ানডেতে অন্তত দক্ষিণ আফ্রিকাকে কঠিন চ্যালেঞ্জ জানাবে তার দল, বিশ্বাস হাথুরুসিংহের।

“সব ফরম্যাটেই ওরা দারুণ শক্তিশালী দল দীর্ঘ সময় ধরে। কোনো একটা সংস্করণে আমাদের বাড়তি সম্ভাবনা সেভাবে দেখছি না। তবে এই মুহূর্তে আমরা দারুণ আত্মবিশ্বাসী ওয়ানডে দল। আশা করি, ওদের আমরা যতটা সম্ভব বেগ দিতে পারব।”