প্রথম দিন সমানে সমান শ্রীলঙ্কা-পাকিস্তান

 দিমুথ করুনারত্নের দারুণ এক শতকের পরও সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিনটা সফলভাবে শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ভালোভাবেই আছে পাকিস্তান। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 12:47 PM
Updated : 3 July 2015, 12:47 PM

৮ উইকেটে ২৭২ রান করে প্রথম দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। বড় সংগ্রহের সম্ভাবনা জাগানো করুনারত্নে করেন ১৩০ রান।
 
শুক্রবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। পঞ্চম ওভারে দলীয় ১৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান কৌশল সিলভা। 
 
উপুল থারাঙ্গার (৪৬) সঙ্গে ৯১ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলে ওঠতে সাহায্য করেন উদ্বোধনী ব্যাটসম্যান করুনারত্নে।
 
থারাঙ্গা ফিরে গেলেও আশা বাঁচিয়ে রাখেন করুনারত্নে। কিন্তু এরপর আর বড় কোনো জুটি না গড়ে ওঠায় দিনের শেষটা ভালো হয়নি স্বাগতিকদের।
 
আজহার আলির বলে স্টাম্পড হয়ে ফেরার আগে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক তুলে নেন করুনারত্নে। তার ২৩০ বলের ইনিংসটি ১৪টি চারে সাজানো।
 
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইয়াসির শাহ। ৭৭ রানে ৪ উইকেট নেন এই লেগস্পিনার।