হাতুরুসিংহের ‘রোমাঞ্চকর’ বাংলাদেশ

গত ১০ মাস নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে বাংলাদেশ। এই সাফল্যের নেপথ্য নায়কদের একজন প্রধান কোচ চন্দিকা হাতুরুসিংহে বেশি তৃপ্তি পাচ্ছেন বাংলাদেশের জয়ের ধরন দেখে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 12:44 PM
Updated : 3 July 2015, 04:02 PM

গত বিশ্বকাপ থেকে বাংলাদেশের শরীরী ভাষা আলাদা করে নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। আগের মতো হারার আগেই হারে না বাংলাদেশ, ভড়কে যায় না প্রতিপক্ষের নামে। শরীরী ভাষায় ফুটে ওঠে লড়াইয়ের সংকল্প; মাঠে মনোভাব প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার। দলের জয়রথ আর এই মানসিকতা, সব মিলিয়েই বেশ উচ্ছ্বসিত হাতুরুসিংহে।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, “বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন রোমাঞ্চকর সময়। এমনিতে দল জিততে থাকলে সবসময়ই ভালো লাগে। কিন্তু শুধু জয়ই শেষ কথা নয়। আমাদের জন্য এটি আরও বেশি রোমাঞ্চকর হলো আমরা যেভাবে খেলছি ও জিতছি।”

আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে জয়ের ধারা বজায় রাখার লড়াইয়ে নামতে যাচ্ছে হাথুরুসিংহের শিষ্যরা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে স্বাগতিকরা।