হাফিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা ৬ জুলাই 

আগামী ৬ জুলাই চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক পরীক্ষা দেবেন মোহাম্মদ হাফিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 02:24 PM
Updated : 2 July 2015, 02:24 PM

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি) হাফিজের বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক পরীক্ষার জন্য ৪ জুলাই পর্যন্ত সময় বেধে দিয়েছিল। কিন্তু হাফিজের ভারতীয় ভিসা পেতে দেরি হচ্ছে কারণ দেখিয়ে সময় বাড়ানোর আবেদন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 
 
ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানায়, বুধবার বিকালে হাফিজ ভারতের ভিসা পেয়েছেন। 
 
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা।
 
এর আগে গত নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে আবু ধাবি টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম আপত্তি তোলেন আম্পায়াররা। পরীক্ষায় দেখা যায়, বল করার সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকে। ফলে বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারেননি তিনি।
 
পরে বোলিং অ্যাকশন পাল্টে ফের বল করার অনুমতি পান হাফিজ। কিন্তু আবারও আপত্তি ওঠায় তার বোলিং ক্যারিয়ার শঙ্কার মুখে পড়ে গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে বোলিং অ্যাকশন দ্বিতীয়বার অবৈধ প্রমাণিত হলে কমপক্ষে এক বছর বল করতে পারবেন না তিনি। তারপরেই আইসিসির কাছে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আবেদন করতে পারবেন তিনি।
 
আগামী শুক্রবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে খেলবেন না হাফিজ। তিন টেস্টের সিরিজটি বর্তমানে ১-১ -এ সমতায় আছে।