বাংলাদেশকে নিয়ে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে জেপি দুমিনির

বাংলাদেশকে নিয়ে বাকি ক্রিকেট বিশ্বের ধারণাটা বদলে গেছে বলে মনে করেন জেপি দুমিনি। পারফরম্যান্স দিয়েই আলাদা জায়গা করে নিয়েছে বাংলাদেশ, বলছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 10:26 AM
Updated : 2 July 2015, 02:26 PM

এমনিতে বাংলাদেশ সফরে এসে প্রায় সব বড় দলের ক্রিকেটাররা কণ্ঠে শ্রদ্ধা রেখে কথা বলতেন। তবে সেটা যতটা না ছিল মনের কথা, তার চেয়ে বেশি ছিল ক্রিকেটীয় ভব্যতা। কিন্তু পারফরম্যান্স দিয়েই এখন ক্রিকেট বিশ্বে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দুমিনি বলেন, “গত দুই-এক বছরে বাংলাদেশকে নিয়ে দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলে গেছে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের ভালো করাটা এতে বড় ভূমিকা রেখেছে। গত বিশ্বকাপে তারা কোয়ার্টার-ফাইনালে খেলেছে। দেশের মাটিতে তো ওদের হারানো আরও বড় চ্যালেঞ্জ। আমরা মোটেও হালকা করে নিচ্ছি না।”

আগের দিন ফাফ দু প্লেসিও বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়কের মতে, বাংলাদেশের এই উত্থান বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ।

বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ফতুল্লায় তারা প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে।