দ. আফ্রিকার বিপক্ষে বিসিবি একাদশে রাজ্জাক, আল-আমিন

টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেনের। কিন্তু ওয়ানডে সিরিজের আগে নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পেয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে আছেন এই ‍দুই বোলার। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 04:31 PM
Updated : 1 July 2015, 04:31 PM

আগামী শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফাফ দু প্লেসির দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন বিসিবি একাদশ।
 
বুধবার প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি একাদশে আছেন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে থাকা রনি তালুকদার ও সোহাগ গাজী। 
 
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা রনি কিংবা দলে ফেরা সোহাগের চেয়ে রাজ্জাকের চ্যালেঞ্জটা একটু বেশিই থাকবে। এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে, তবে ঘরোয়া ক্রিকেটে পারফরম করেই দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
 
দলীয় শৃঙ্খলা ভেঙে বিশ্বকাপের মাঝপথ থেকে ফিরে আসা পেসার আল-আমিনও লড়ছেন জাতীয় দলে ফিরতে। একই লড়াইয়ে থাকা এনামুল হক, আবুল হাসান ও শুভাগত হোম চৌধুরীও আছেন বিসিবি একাদশে।
 
তরুণ মোসাদ্দেক হোসেন, সৈকত আলী, মাহমুদুল হাসান, কামরুল ইসলামও সুযোগ পেয়েছেন প্রস্তুতি ম্যাচের দলে।
 
প্রস্তুতি ম্যাচের দল: ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল হাসান, সৈকত আলী, শুভাগত হোম চৌধুরী, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম।