গরমটাই বেশি ভাবাচ্ছে দক্ষিণ আফ্রিকানদের

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ অনেক। তবে ফাফ দু প্লেসিকে বেশি ভাবাচ্ছে গরম। এই সফরে এটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 01:04 PM
Updated : 1 July 2015, 01:49 PM

বাংলাদেশের কন্ডিশন দক্ষিণ আফ্রিকানদের জন্য বিরুদ্ধ। এই কন্ডিশনে, এত গরমে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ আছে, মন্থর উইকেটে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। দেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স এখন দুর্দান্ত, শের-ই-বাংলা স্টেডিয়াম একরকম হয়ে উঠেছে মাশরাফিদের দুর্গ। গ্যালারি ভরা দর্শকের চাপ তো আছেই।

কিন্তু বুধবার শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে দু প্লেসি জানালেন, সবকিছুর আগে গরমটাই ভাবাচ্ছে তাকে।

“গরমটাই মূল চ্যালেঞ্জ। উপমহাদেশ সফরে গরমটা সবসময়ই বড় চ্যালেঞ্জ। যত দ্রুত সম্ভব এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।”

এই গরমকে মাথায় রেখে নিজেদের সহজাত চরিত্রের সঙ্গে কিছুটা আপোশ করার কথাও ভাবছে প্রোটিয়ারা।

“এমনিতে আমরা মাঠে খুব বেশি সম্পৃক্ত থাকি সবসময়। তবে এই গরমে দীর্ঘসময় টিকে থাকতে হবে, তাই সতর্ক থাকতে হবে যেন খুব বেশি শক্তি ক্ষয় না হয়।”

তবে কন্ডিশনে মানিয়ে নিলেও সাম্প্রতিক ফর্মের বাংলাদেশকে আটকানোও যে বড় চ্যালেঞ্জ, মানছেন দু প্লেসি।

“বাংলাদেশ এই মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী এক দল। আত্মবিশ্বাসী একটা দলকে থামানো সহজ নয়। আমাদেরও ওদের সঙ্গে সমান তালে লড়তে হবে। আশা করি, আমরা পারব।”

আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।