ঢাকা পৌঁছেছে দ. আফ্রিকা দল

ফ্লাইট জটিলতায় নির্ধারিত সময়ের প্রায় নয় ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 12:13 PM
Updated : 30 June 2015, 03:13 PM

সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফাফ দু প্লেসিদের। কিন্তু দুবাইয়ে সংযোগ ফ্লাইট ধরতে না পারায় দেরি হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। 
 
দক্ষিণ আফ্রিকা দলের লিয়াজোঁ কর্মকর্তা হাসানুজ্জামান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফাফ দু প্লেসিরা।
 
এবারের সফরে দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। 
 
৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি দিয়ে দক্ষিণ আফ্রিকার এক মাসের বেশি সময়ের এই সফর শুরু হবে। ৭ জুলাই একই মাঠেই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
 
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হবে যথাক্রমে ১০ ও ১২ জুলাই। ম্যাচ দুটি হবে মিরপুরে। ১৫ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
 
আর দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে চট্টগ্রামে। পরে ৩০ জুলাই মিরপুরে সিরিজের শেষ টেস্ট খেলবে দল দুটি।