বদলে যাওয়া বাংলাদেশকে সমীহ দ. আফ্রিকা কোচের

বিশ্বকাপে ভালো খেলার পর পাকিস্তান ও ভারতকে ওয়ানডে সিরিজে হারানো বাংলাদেশকে সমীহ করছে দক্ষিণ আফ্রিকা। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে প্রোটিয়া কোচ জানালেন, বাংলাদেশ সফর কঠিন হবেই বলে ধারনা করছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 05:34 AM
Updated : 30 June 2015, 02:18 PM

বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে সোমবার কোচ রাসেল ডমিঙ্গো দলের তরুণ ক্রিকেটারদের সতর্ক করে দিয়ে বলেন, সবকিছুই পক্ষে আসবে তা আশা করাটা ঠিক হবে না।

“বাংলাদেশের দর্শক, আবহাওয়া, উইকেটের ধরন আর বাংলাদেশের বর্তমান ফর্ম বিবেচনায় তাদের জন্য সফরটা কঠিন হতে যাচ্ছে।”

বিশ্বকাপ থেকেই বাংলাদেশের আগ্রাসী ক্রিকেট খেলার ধরনটা এরই মধ্যে চোখে পড়েছে দক্ষিণ আফ্রিকা কোচের। বাংলাদেশ সফরটা একটা চ্যালেঞ্জই হবে বলে মনে করেন তিনি।

“বাংলাদেশ তাদের মনোভাব বদলে ফেলেছে, তারা এখন অনেক বেশি আক্রমণাত্মক খেলে। মনে হচ্ছে, তাদের এখন নিজেদের ওপর বিশ্বাস আছে।”

বাংলাদেশের এই বদলে যাওয়া মনোভাবটাকেই হুমকি হিসেবে দেখছেন ডমিঙ্গো।

“নতুন বিশ্বাস আর নতুন কিছু স্কিলের সমন্বয় ঘটিয়ে তারা অনেক বেশি কার্যকর ও অনেক বেশি বিপজ্জনক দলে পরিণত হয়েছে।”

ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহ জাগানো পেস আক্রমণ গড়ে তুলেছে। বাংলাদেশের পিচও এখন পেসার-বান্ধব হয়ে উঠেছে বলে বিস্ময় প্রকাশ করেছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে ডমিঙ্গো মনে করেন, বাংলাদেশ সফরে সবুজ উইকেট পাবেন না তারা।

“আমি মনে করি, উইকেট হবে উপমহাদেশের গড়পড়তা উইকেটের মতোই। তারা জানে, আমাদেরও চার জন পেসার আছে। তারা যদি ফাস্ট বোলারদের কথা চিন্তা করে উইকেট বানায়, সেটা আমাদের পক্ষেই আসবে।”

বাংলাদেশ সফরে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।