প্রথম দিবা-রাত্রির টেস্ট অ্যাডিলেইডে

ক্রিকেট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে প্রতিবেশী দেশ নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলবে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 06:12 PM
Updated : 29 June 2015, 06:12 PM

অ্যাডিলেইড ওভালে আগামী ২৭ নভেম্বর শুরু হবে ম্যাচটি। এটি হবে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের তিন টেস্টের সিরিজের শেষ ম্যাচ।
 
ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় হতে যাওয়া টেস্ট ম্যাচটি খেলা হবে গোলাপী কোকাবুরা বলে।
 
ইতিহাস গড়তে যাওয়া ম্যাচটি কখন শুরু হবে, তা এখনও ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত খেলা চলবে।
 
দিনের টেস্টে প্রথম সেশনের পর যেখানে ৪০ মিনিটের 'মধ্যাহ্নভোজের' বিরতি দেওয়া হতো, সেখানে দিবা-রাত্রির এই ম্যাচে দ্বিতীয় সেশনের পর 'রাতের খাবারের' বিরতি দেওয়া হবে। চা পানের জন্য ২০ মিনিটের বিরতি আগের মতোই থাকবে। তবে সেটা প্রথম ও দ্বিতীয় সেশনের মধ্যে দেওয়া হবে।