গেইলের ৩৬ বলে অপরাজিত ৯০!

গেইল ব্যাট হাতে নামলেই যেন ঝড় ওঠে মাঝের ২২ গজে। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই উদ্বোধনী ব্যাটসম্যান সবশেষ ব্যাটের তাণ্ডব চালিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে। ৩৬ বলে অপরাজিত ৯০ রান করেছেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 11:04 AM
Updated : 29 June 2015, 11:04 AM

রোববার স্বাগতিক সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে বিধ্বংসী ইনিংসটি ৬টি চার ও ৯টি ছয়ে সাজান গেইল। তার এই ঝড় তোলা ইনিংসের কল্যাণে জ্যামাইকা তালাওয়াহস ১০ উইকেটের জয় পায়। 
 
এমন একটি ইনিংস খেলার পরও গেইল আফসোস করতে পারেন। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া ৯ উইকেটে ১১৮ না করে আরও বেশি রান তুলতে পারলে হয়ত টি-টোয়েন্টিতে আরেকটা শতক বাড়ত তার!
 
টি-টোয়েন্টিতে গেইলের শতক এখন ১৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের টি-টোয়েন্টি শতক ৬টি।
 
১১৯ রানের লক্ষ্যে ১০ ওভার হাতে রেখেই পৌঁছে যায় গেইলের দল। দশম ওভারে টানা চারটি বাউন্ডারি মেরে খেলা শেষ করেন গেইল।