পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা ফেরাল স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 07:30 AM
Updated : 29 June 2015, 07:30 AM

জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার। আর এর জন্য তাদের হাতে সময় ছিল পুরো এক দিন। পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জিততে অবশ্য এক সেশনেরও কম সময় নেয় অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
 
কলম্বোর পি সারা স্টেডিয়ামে সোমবার শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে শ্রীলঙ্কা। ৭ দশমিক ৪ ওভারে ৫০ রান করে তারা। প্রথম ঘণ্টায় ২ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে তারা।
 
শ্রীলঙ্কা শতরান পূর্ণ করে ১৮তম ওভারে। আর মধ্যাহ্নভোজের বিরতির খানিক আগে তুলে নেয় জয়।
 
শ্রীলঙ্কার পক্ষে ৫৭ বলে সর্বোচ্চ ৫০ রান করেন দিমুথ করুনারত্নে। এ ছাড়া ম্যাথিউস করেন অপরাজিত ৪৩ রান।
 
পাকিস্তানের পক্ষে ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন লেগস্পিনার ইয়াসির শাহ।