মাশরাফিরা অনুপ্রেরণা যুব দলের

জাতীয় দলের পারফরম্যান্সকে নিজেদের জন্য বড় অনুপ্রেরণা মনে করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান। তার বিশ্বাস, আগামী বিশ্বকাপ ও সামনের পথ চলাতে যুবাদের উৎসাহ জোগাবে বড়দের পারফরম্যান্স।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 09:04 AM
Updated : 27 June 2015, 10:33 AM

ওয়ানডে সিরিজ খেলতে রোববার ভোর সাড়ে তিনটায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন যুবারা। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদি জানালেন, মাশরাফিদের সাম্প্রতিক পারফরম্যান্সে বড় হয়েছে তাদের স্বপ্নের সীমানা।

“আমাদের জাতীয় দল এখন যেভাবে খেলছে, বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারতকে যেভাবে হারাল, তাতে আমরাও দারুণ অনুপ্রাণিত হয়েছি। সামনে এগিয়ে যাওয়ায় দারুণ উৎসাহ পাচ্ছি আমরা। পুরো ক্রিকেটবিশ্বেই আমাদের এখন অনেক বেশি সম্মান।”

গত এপ্রিলে বাংলাদেশ সফর করে গেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ যাচ্ছে ফিরতি সফরে। দুই দলই সিরিজগুলো খেলছে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশ আসর।