গাঙ্গুলির বাংলাদেশ বন্দনা

মাশরাফিদের কাছে ধোনিদের ওয়ানডে সিরিজে হারের কারণ খুঁজছে ভারত। সৌরভ গাঙ্গুলিও তা খুঁজছেন; তবে দারুণ খেলা বাংলাদেশকে প্রশংসা করতে ভোলেননি ভারতের এই সাবেক ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2015, 01:35 PM
Updated : 26 June 2015, 01:35 PM

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে বাংলাদেশের কাছে ভারতের প্রথমবারের মতো সিরিজ হার নিশ্চিত হয়ে যায়। তৃতীয় ওয়ানডেতে মান বাঁচানো জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল।

উত্তরসূরিদের খেলায় হতাশ হওয়া গাঙ্গুলি বাংলাদেশের প্রশংসা করে বলেন, “এটা হতাশাজনক (সিরিজ ফল)। কিন্তু বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে এবং তাদের কৃতিত্ব দেওয়া উচিত।”

ওয়ানডে সিরিজ হারের পরই ড্রেসিংরুমের ঝামেলা নিয়ে খবর আসে ভারতের গণমাধ্যমগুলোতে। গাঙ্গুলির দাবি, ভারতের ডেসিংরুমে কোনো ঝামেলা নেই; ধোনিরা হেরেছে বলেই গণমাধ্যমে এমন খবর আসছে।

“যখন একটা দল হারে এবং তাদের প্রতিভা অনুযায়ী খেলতে না পারে, তখন এসব আপনারা শুনবেন। আমি বিশ্বাস করি, দলের মধ্যে কোনো বিবাদ নেই; সবকিছু বানানো।”

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে প্রথম দুই ম্যাচে ৭৯ রান ও ৬ উইকেটে হারে ভারত। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ভারত ৭৭ রানের জয় পায়।