দক্ষিণ আফ্রিকা সিরিজে তাসকিনকে নিয়ে শঙ্কা

ভারতের বিপক্ষে সিরিজে পাওয়া চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা আছে তাসকিন আহমেদের। দুই থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বাংলাদেশের এই পেসারকে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2015, 04:22 PM
Updated : 25 June 2015, 04:22 PM

ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগের দিন বাঁ পাশে ‘সাইড স্ট্রেইন’ হয় তাসকিনের। গত বুধবার সিরিজের শেষ ম্যাচে তাই খেলা হয়নি প্রথম দুই ম্যাচে ১০ ওভার বল করে ২ উইকেট পাওয়া এই পেসারের। 
 
জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান জানান, এই ধরণের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগে। 
 

দক্ষিণ আফ্রিকা সিরিজে তাসকিনের খেলার বিষয়ে বায়েজিদ বলেন,“টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা কম। ওয়ানডের আগে সেরে উঠবে বলে আশা করা হচ্ছে।”
বাংলাদেশ সফরে ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা।  প্রথম দুটি ওয়ানডে মিরপুরে হবে ১০ ও ১২ জুলাই। ১৫ জুলাই শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামে।
চট্টগ্রামে ২১ জুলাই প্রথম ও মিরপুরে ৩০ জুলাই দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
তাসকিন অবশ্য ইএসপিএন ক্রিকইনফোকে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারার আত্মবিশ্বাসের কথা বলেন। 
“দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য অল্প সময়ের মধ্যে ফিট হয়ে উঠব বলে আশা করছি আমি।”