ভারতের সমীহ আদায় করে নিয়েছেন মুস্তাফিজ

বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের সমীহ আদায় করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ভারতের মিডলঅর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না জানিয়েছেন, তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের এই পেসারকে দেখেশুনে খেলার পরিকল্পনা ছিল তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2015, 11:25 AM
Updated : 25 June 2015, 11:25 AM

তৃতীয় ম্যাচে মুস্তাফিজের বোলিং ফিগার এমন ১০-০-৫৭-২। কতটা ভালো বোলিং করেছেন ১৯ বছর বয়সী এই তরুণ তা এই বোলিং ফিগার দেখে তা বোঝার উপায় নেই।
 
বুধবার তৃতীয় ওয়ানডেতে ৭৭ রানে জেতে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের প্রশংসা করেন রায়না।
 
“দুই ম্যাচে সে খুব ভালো বল করেছে। কন্ডিশন খুব ভালোভাবে ব্যবহার করেছে। একজন যখন এমন বোলিং করছে তাকে তো সমীহ করতেই হবে। আমরা মুস্তাফিজকে দেখেশুনে খেললেও অন্যদের কিন্তু আক্রমণ করেই খেলেছি।” 
 
প্রথম ওয়ানডের পর মুস্তাফিজকে পরের ম্যাচে আক্রমণ করে খেলার কথা বলেছিলেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে গিয়ে উল্টো বিধ্বস্ত হয়ে যায় অতিথিরা।
 
প্রথম ম্যাচে ৫০ রানে ৫ ও দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট নেওয়া মুস্তাফিজকে সমীহ করা ছাড়া উপায় ছিল না ভারতের। তৃতীয় ম্যাচে তার বলে কোনো ঝুঁকি নিতে চায়নি অতিথিরা। তারপরও সুযোগ কম তৈরি করেননি মুস্তাফিজ, ভাগ্যের একটু সহায়তা থাকলে ম্যাচের চিত্রটা হয়তো ভিন্নই হতে পারত।