বাংলাওয়াশের চাপ নিতে পারেনি বাংলাদেশ

কোনো সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেই বাংলাওয়াশের রব উঠে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এটাই বাড়তি চাপ হয়ে দেখা দিয়েছিল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2015, 07:53 PM
Updated : 24 June 2015, 07:54 PM

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৭৯ রানে ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জেতে স্বাগতিকরা।
 
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৭ রানে হেরে যায় বাংলাদেশ। এই হার মানতেই পারছেন না অধিনায়ক, “কোনো ম্যাচেই কেউ হারতে চায় না। এই ম্যাচে আমরা যেভাবে হেরেছি সেভাবে তো নয়ই।”
 
মাশরাফি মনে করেন, সিরিজ নিশ্চিত করার পর চাপ তো কমেইনি বরং বাংলাওয়াশ ভাবনা নতুন চাপ সৃষ্টি করেছে।
 
“সিরিজের শুরুতে যে চাপ ছিল সেটা শেষ ম্যাচের আগে আরও বেড়ে যায়। দুইটা কিংবা একটা ম্যাচ জিতলে একটা শব্দ উঠে যায় ‘বাংলাওয়াশ’। তবে আমরা আরেকটু ইতিবাচক হিসেবে ম্যাচটি নিতে পারতাম।” 
 
মাশরাফি স্বীকার করেন, তৃতীয় ওয়ানডেতে তাদের শারীরিক ভাষা শতভাগ ঠিক ছিল না।
 
“ব্রেক থ্রু পাইনি বলে এটা হতে পারে। তবে এসব দিক থেকে শিখতে হবে। কারণ এরকম পরিস্থিতি, এরকম জুটি সামনে আরও আসবে। আমরা এই ম্যাচে অনেক দূরে ছিলাম না। কিন্তু আমাদের সেরাটা বের করতে পারিনি।”