পাকিস্তান সিরিজ থেকে ভারত বধের আত্মবিশ্বাস

ভারতকে হারাতে পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজ থেকে আত্মবিশ্বাস খুঁজছেন অলরাউন্ডার সাব্বির রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 12:29 PM
Updated : 2 June 2015, 01:35 PM

গত এপ্রিলে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ওয়ানডে ও ১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। আত্মবিশ্বাস তুঙ্গে থাকা স্বাগতিকরা এবার খেলবে ভারতের বিপক্ষে।
 
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের পর ভারতের বিপক্ষে এই প্রথম খেলবে বাংলাদেশ। সাব্বির জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) সেই ম্যাচ পেছনে ফেলে সামনে তাকাতে চায় বাংলাদেশ।
 
“আশা করি, ভারতের সঙ্গে সেরা ক্রিকেট খেলব। (পাকিস্তানের বিপক্ষে) বিগত সিরিজ আমরা খুব ভালো খেলেছি। এখান থেকে আমরা আত্মবিশ্বাস নিতে পারব।”
 
সাব্বির জানান, ওয়ানডে সিরিজের ফল নিয়ে এই মুহূর্তে কোনো ভাবনা নেই বাংলাদেশ দলের।
 
“দলের সবাই ভালো ক্রিকেট খেলার কথা ভাবছে। যেভাবে খেলছি, সেভাবেই খেলার চেষ্টা করব; দেখা যাক কি হয়।” 
 
আগামী ৮ জুন একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ভারত। ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ১৮, ২১ ও ২৪ জুন দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
 
একমাত্র টেস্টেও লড়াই দেখতে চান মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির। ব্যাটিং ও বোলিংয়ে ভালো করার পাশাপাশি ভালো একটি টেস্ট ম্যাচের প্রত্যাশা করছেন তিনি।