বাংলাদেশ-ভারত সিরিজের ‘টাইটেল স্পন্সর’ জা এন জি আইসক্রিম

ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের টাইটেল স্বত্ব নিয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 11:28 AM
Updated : 2 June 2015, 11:58 AM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজের পণ্য জা এন জি আইসক্রিম। 
 
বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। নিজাম উদ্দিন জানান, এই সিরিজের নাম হবে ‘জা এন জি বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ পাওয়ার্ড বাই রবি’।
 
পাকিস্তান সিরিজে টাইটেল স্পন্সর ছিল ড্যান কেইক। ছন্দে থাকা বাংলাদেশ দলের সঙ্গে এখন অনেকেই যুক্ত হতে চান। সেই প্রতিযোগিতায় জিতে খুশি কাজী ফুড। 
 
কত টাকায় টাইটেল স্বত্ব পেয়েছে কাজী ফুড - তা সংশ্লিষ্ট কেউই জানাননি।
 
১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। প্রতিদিন খেলা শুরু হবে সকাল ১০টায়।
 
১৮, ২১ ও ২৪ জুন দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বেলা তিনটায়। 
 
আগামী সোমবার ঢাকায় এসে পৌঁছাবে ভারত দল।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, পরিচালক জাহিন হাসান ও রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।