ডিআরএস থাকছে না বাংলাদেশ-ভারত সিরিজে

ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজে থাকবে না আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 01:53 PM
Updated : 30 May 2015, 01:53 PM

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
 
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৭ জুন বাংলাদেশে আসছে ভারত।
 
১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
 
দ্বি-পাক্ষিক সিরিজের ক্ষেত্রে দুই বোর্ডের সম্মতিতে ডিআরএস ব্যবহার করা হয়। কোনো একটি বোর্ড আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করতে রাজি না হলে ডিআরএস ব্যবহার করা হয় না।
 
গত বছর জিম্বাবুয়ে ও চলতি বছর পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুটি সিরিজে ডিআরএস ব্যবহার করে বিসিবি।
 
ডিআরএসের ব্যাপারে অনীহা রয়েছে ভারতের। কোনো দ্বি-পাক্ষিক সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহারে রাজি হয় না তারা।