বাংলাদেশে উইন্ডিজের সফর চূড়ান্ত হয়নি

ম্যাচের ধরন নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাই চূড়ান্ত হয়নি ওয়েস্ট ইন্ডিজের প্রস্তাবিত সফর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 10:53 AM
Updated : 30 May 2015, 10:53 AM

আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনার (এফটিপি) বাইরে আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। 
 
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমান বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলার একটা পরিকল্পনা চলছে। ওরা এক ভাবে
চাচ্ছে, আবার আমরা অন্যভাবে চাচ্ছি।”
 
নাঈমুর জানান, চার ম্যাচের সিরিজ হলে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চান তারা। পাঁচ ম্যাচের সিরিজে একটি বেশি ওয়ানডে খেলার আগ্রহ রয়েছে স্বাগতিকদের।
 
অন্যদিকে, চারটি টি-টোয়েন্টি খেলতে সফরে আসার আগ্রহের কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
 
“এটা এখনও আমাদের মাঝে আলোচনার মধ্যেই রয়েছে। ফরম্যাট নিয়ে আমাদের কথা হচ্ছে, আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি।”