‘এ’ দল নিয়ে বিসিবির চার বছরের পরিকল্পনা

দ্বিতীয় সেরা দলের জন্য চার বছরের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 10:39 AM
Updated : 30 May 2015, 10:39 AM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম জানান, ‘এ’ দলকে নিয়ে চার বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করছে ক্রিকেট পরিচালনা কমিটি। 
 
বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি নাঈমুর রহমান ‘এ’ দলকে নিয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। 
 
“পর্যায়ক্রমে ‘এ’ দলকে নিয়ে কিভাবে আরও বেশি প্রোগ্রাম করতে পারি; কাদের আমরা আমন্ত্রণ জানাতে পারি; আমাদের কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা আছে; এগুলো কিভাবে চূড়ান্ত করা যায়, সেগুলো আমরা আলাপ করেছি।”
 
আগামী অক্টোবরে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে ‘এ’ দলের। বিসিবি পরিচালক নাঈমুর জানান, এই সফরের সঙ্গে সম্ভব হলে দলকে দক্ষিণ আফ্রিকায়ও পাঠাতে চান তারা।  
 
“দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা নতুন করে আলাপ শুরু করব। আমরা সরাসরি গিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা করব।”
 
সাবেক অধিনায়ক নাঈমুর জানান, ভারত ও শ্রীলঙ্কাকে গুরুত্ব দিচ্ছেন তারা। এর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বিসিবির আলোচনা চূড়ান্তও হয়েছে।