হেডিংলি টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের

লুক রনকি ও টম ল্যাথামের লড়াইয়ের পরও দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে চাপে রয়েছে নিউ জিল্যান্ড। স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের ভালো বোলিংয়ে হেডিংলি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 06:46 PM
Updated : 29 May 2015, 06:46 PM

শুক্রবারের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৯৭ রান। মার্ক ক্রেইগ ১৬ ও ম্যাট হেনরি ১৪ রানে ব্যাট করছেন। 
 
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। অ্যান্ডারসনের জোড়া আঘাতে কোনো রান না করেই ফিরে যান মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। 
 
রস টেইলরের সঙ্গে ৬৬ ও ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে ৫৫ রানের দুটি জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ল্যাথাম। তবে থিতু হয়ে টেইলর (২০), অধিনায়ক ম্যাককালাম (৪১) ও বিজে ওয়াটলিং (১৪) ফিরে গেলে তার সেই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি।
 
ষষ্ঠ উইকেটে রনকির সঙ্গে ল্যাথামের ১২০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অতিথিরা। এক সময়ে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ২৬৪ রান। এরপরই আঘাত হানেন ব্রড। পরপর দুই ওভারে তিনি ফিরিয়ে দেন ল্যাথাম ও রনকিকে।
 
সর্বোচ্চ ৮৮ রান করা অভিষিক্ত রনকির ৭০ বলের আক্রমণাত্মক ইনিংসটি ১৩টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। ৮৪ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ল্যাথাম। তার ১৮০ বলের সাবধানী ইনিংসটি গড়া ১৩টি চারে। 
 
৮৩ রানে ৩ উইকেট নেন ব্রড। অ্যান্ডারসন ও মার্ক উড নেন দুটি করে উইকেট। 
 
বৃষ্টির দাপটে লিডসে দিনের প্রথম সেশনে খেলাই সম্ভব হয়নি।