শ্রীলঙ্কার নারী ক্রিকেট দলে যৌন হয়রানির প্রমাণ মিলেছে

শ্রীলঙ্কা নারী ক্রিকেটের দুই পুরুষ কর্মকর্তার বিরুদ্ধে দলের সদস্যদের যৌন হয়রানি করার অভিযোগ প্রমাণিত হয়েছে। আরেক কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক আচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 04:18 PM
Updated : 27 May 2015, 04:18 PM

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের একটি কমিটি অভিযোগটি তদন্ত করে দেখে। এই তিন জনের কেউই এখন আর মহিলা দলের সঙ্গে নেই।
 
নারী ক্রিকেটারদের দলে জায়গা ধরে রাখতে যৌন সম্পর্ক গড়তে হয়েছে এমন অভিযোগের খবরের প্রেক্ষিতে গত নভেম্বরে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দেয়।
 
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক নিমাল দিশানায়েকের নেতৃত্বে তিন সদস্যের এই তদন্ত কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, মহিলা দলের খেলোয়াড় নির্বাচনে অসন্তোষজনক পরিস্থিতি ছিল। মহিলা ক্রিকেটের সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়েও পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেছে।   
 
এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড এসএলসি জানায়, পুরো প্রতিবেদন পড়ে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।