সৌম্য ও মোসাদ্দেকের শতকে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের শতকে পূর্বাঞ্চলের সঙ্গে সহজেই ড্র করে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণাঞ্চল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 12:44 PM
Updated : 27 May 2015, 12:56 PM

দক্ষিণাঞ্চলের দেওয়া ৫৯১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল ৩ উইকেটে ১৬৬ রান করলে ম্যাচটি ড্র হয়ে যায়।

তিন ম্যাচ শেষে দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৪৬। রানার্সআপ পূর্বাঞ্চলের পয়েন্ট ৩৯।

শেষ দিন বুধবার ৪ উইকেটে ২৩১ রান নিয়ে খেলতে নেমে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য ও মোসাদ্দেকের শতকে ৯ উইকেটে ৪৫২ রান করে দক্ষিণাঞ্চল।

সৌম্য ১৬৫ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১২৭ রান করেন। আর মোসাদ্দেক করেন ১১৯ রান, ১৮৩ বলের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি।

২৬ রানে ৩ উইকেট নিয়ে এই ইনিংসে পূর্বাঞ্চলের সফলতম বোলার আবুল হাসান।

দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন অলক কাপালী।

৪৩ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের সফলতম বোলার আল-আমিন হোসেন।