বাংলাদেশ সফরে টেস্টে নেই ডি ভিলিয়ার্স, ওয়ানডেতে স্টেইন

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে এবি ডি ভিলিয়ার্স ও ওয়ানডে সিরিজে ডেল স্টেইনকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 10:11 AM
Updated : 27 May 2015, 01:09 PM

প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। সন্তানের জন্ম উপলক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রাম পাচ্ছেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডি ভিলিয়ার্স নেতৃত্ব দেবেন দলকে। ওয়ানডে সিরিজে দুই পেসার স্টেইন ও ভার্নন ফিল্যান্ডারকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতেও থাকছেন না স্টেইন।

বুধবার ঘোষিত দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে আছেন ব্যাটসম্যান রিজা হেনড্রিক্স, উইকেটরক্ষক ড্যান ভিলাস, বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো ও অনুর্ধ্ব-১৯ দলে খেলা বোলার কাগিসো রাবাদা। দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেললেও এখনো টেস্ট খেলেননি এই চার ক্রিকেটার।

ওয়ানডে দলেও আছেন তিনটি টি-টোয়েন্টি খেলা রাবাদা। এছাড়া এই দলে আছেন প্রায় দুই বছর আগে শেষ ওয়ানডে খেলা ক্রিস মরিস। আর বিশ্বকাপে ডাক না পাওয়া অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন ফিরেছেন।

আর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ২৮ বছর বয়সী লেগস্পিনার এডি লেই।

বাংলাদেশ সফরে ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। মিরপুর ও চট্টগ্রামে ১০, ১২ ও ১৫ জুলাই হবে যথাক্রমে তিনটি ওয়ানডে। চট্টগ্রামে ২১ জুলাই প্রথম ও মিরপুরে ৩০ জুলাই দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।