শ্রীলঙ্কার ক্রিকেটারদের ফিল্ডিং শেখাবেন জন্টি রোডস

শ্রীলঙ্কার ক্রিকেটারদের ফিল্ডিংয়ের কৌশল শেখাবেন জন্টি রোডস। ১০ দিনের ছোট মেয়াদে দক্ষিণ এশিয়ার দেশটির জাতীয় দলের সঙ্গে করতে রাজি হয়েছেন অসাধারণ ফিল্ডিংয়ের জন্য সুপরিচিত দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 09:40 AM
Updated : 27 May 2015, 09:40 AM

৪৫ বছর বয়সী রোডস আগামী মাসের পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের আগে অ্যাঞ্জেলো ম্যাথুস-লাসিথ মালিঙ্গাদের সঙ্গে ১০ দিন কাজ করবেন। 
 
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, শুধু জাতীয় দলের ক্রিকেটারদেরই নয়, তাদের বিভিন্ন জুনিয়র দল এবং কোচদেরও ফিল্ডিংয়ের আধুনিক কৌশল শেখাবেন রোডস।  
 
এবারের শ্রীলঙ্কা সফরে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আগামী ১৭ জুন শুরু হবে সফরের প্রথম টেস্ট।