ইংল্যান্ডের কোচ হতে পারেন ট্রেভর বেলিস

ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হতে পারেন ট্রেভর বেলিস। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, জ্যাসন গিলেস্পির চেয়ে তারই স্বদেশী বেলিসকে কোচ হিসেবে পেতে আগ্রহী ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 02:24 PM
Updated : 25 May 2015, 03:19 PM

২০১১ সালে শ্রীলঙ্কাকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তোলা বেলিসকে ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস প্রাধান্য দিচ্ছেন বলে সোমবার ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে।

কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল নিউ সাউথ ওয়েলস এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব পালন করেন বেলিস।

৫২ বছর বয়সী বেলিসের এক সময়ের সহকারী পল ফ্যারব্র্যাস বর্তমানে ইংল্যান্ড কোচের দায়িত্বে আছেন। পিটার মুরসের বিদায়ের পর তাকে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য কোচ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

বেলিস শ্রীলঙ্কার কোচ থাকার সময় তার সহকারী হিসেবে কাজ করেন ফ্যারব্র্যাস।

শেষ পর্যন্ত বেলিসকেই যদি ইসিবি বেছে নেয়, তাহলে ইংল্যান্ড কোচ হিসেবে তার মিশন শুরু হবে নিজের দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ দিয়ে। আগামী ৮ জুলাই থেকে শুরু হবে অ্যাশেজ।