ভারতে ‘হোম’ ম্যাচ খেলতে চায় পাকিস্তান

ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ না হলেও পাকিস্তান তাদের ‘হোম’ ম্যাচগুলো প্রতিবেশী দেশটিতে খেলতে চায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 03:16 PM
Updated : 24 May 2015, 03:16 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান সম্প্রতি এই ইচ্ছার কথা জানান।

ভারতে খেলার ইচ্ছা প্রকাশ করে ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমসকে শাহরিয়ার বলেন, “ভারতকে আমরা আমাদের নিজেদের হোম ভেন্যু বানাতে চাই। ভারতে খেলতে পারলে এটা বেশি অর্থ-সাশ্রয়ী হবে।”

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে বড় টেস্ট খেলুড়ে দলগুলো দেশটিতে খেলতে যায়নি। ওই ঘটনার পর থেকে পাকিস্তান তাদের হোম ম্যাচগুলো সাধারণত সংযুক্ত আরব আমিরাতে খেলছে।

পাকিস্তানকে তাদের হোম ম্যাচগুলো বাংলাদেশ ও শ্রীলঙ্কাও তাদের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছে।

২০০৮ সালে পাকিস্তানী জঙ্গিরা মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করে। তারপর থেকে ভারত প্রতিবেশী দেশটির সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ বাতিল করে দেয়। ২০১২-১৩ মৌসুমে অবশ্য সংক্ষিপ্ত এক সফরে ভারত এসেছিল পাকিস্তান।

এই মাসের শুরুতে ভারত সফরে গিয়ে শাহরিয়ার খান জানান, আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তারা ভারতের সঙ্গে একটি পূর্ণ সিরিজ খেলতে পারে।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এখনও ভালো নয়।

এদিকে, অনেক চেষ্টার পর জিম্বাবুয়ে দলকে নিজেদের দেশে খেলতে রাজি করাতে পেরেছে পাকিস্তান। জিম্বাবুয়ে ৬ বছরের মধ্যে প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে বর্তমানে ২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আছে।

জিম্বাবুয়ে এলেও এখন পর্যন্ত বড় কোনো দল দক্ষিণ এশিয়ার দেশটিতে খেলতে আসতে রাজি হয়নি।