মিঠুন, নাফীসে বড় সংগ্রহের পথে দক্ষিণাঞ্চল

মোহাম্মদ মিঠুন ও শাহরিয়ার নাফীসের অপরাজিত দুই অর্ধশতকে বড় সংগ্রহের পথে রয়েছে দক্ষিণাঞ্চল। পূর্বাঞ্চলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ২৭২ রান।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 12:23 PM
Updated : 24 May 2015, 12:23 PM

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন ইমরুল কায়েস ও এনামুল হক। ২০ ওভারে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েন এই দুই জনে। 
 
অর্ধশতক করে ইমরুলের বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা উদ্বোধনী জুটি। ৭১ বলে ১০টি চারের সাহায্যে ৫৬ রান করে ফিরে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। 
 
দলের সংগ্রহ একশ’ পার হওয়ার পর বিদায় নেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান এনামুলও। ৮০ বলে ৩৯ রান করেন তিনি। 
 
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১৬১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন নাফীস ও মিঠুন। ৭৯ রানে অপরাজিত রয়েছেন নাফীস। এই বাঁহাতি ব্যাটসম্যানের ১২৪ বলের ইনিংসটি গড়া ১১টি চারে। 
 
উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন ব্যাট করছেন ৮৮ রানে। ১৪৯ বলে ১৩টি চারের সাহায্যে এই রান করেছেন তিনি।    
 
এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রামে খেলা শুরু করা সম্ভব হয়নি। বেলা ১২টা ২০ মিনিটে খেলা শুরু হয়। প্রথম দিন ৭৩ ওভার খেলার লক্ষ্য ঠিক করা হয়।