লর্ডস টেস্টে বিপদে ইংল্যান্ড

কেন উইলিয়ামসনের শতকে লর্ডস টেস্টে রানের পাহাড় গড়ে সুবিধাজনক অবস্থানে আছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 08:29 PM
Updated : 23 May 2015, 08:29 PM

তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। অধিনায়ক অ্যালেস্টার কুক ৩২ ও ইয়ান বেল ২৯ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েছেন এই দুই জনে।  
 
দ্বিতীয় ইনিংসে এখনও ৬০ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। ২৫ রানে প্রথম দুই উইকেট হারায় স্বাগতিকরা।
 
এর আগে ২ উইকেটে ৩০৩ রান নিয়ে খেলা শুরু করে নিউ জিল্যান্ড। অর্ধশতকে পৌঁছে রস টেইলরের বিদায়ে দিনের প্রথম উইকেট হারায় তারা। শতক করা উইলিয়ামসনের সঙ্গে ১৮৯ রানের জুটি উপহার দেন টেইলর (৬২)।
 
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের (৪২) সঙ্গে ৬৬ ও বিজে ওয়াটলিংয়ের সঙ্গে ৫০ রানের আরো দুটি ভালো জুটি গড়েন উইলিয়ামসন। মইন আলির শিকারে পরিণত হওয়ার আগে ১৩২ রান করেন তিনি। তার ২৬২ বলের ইনিংসটি ১৫টি চার সমৃদ্ধ।
 
দলীয় ৪৭০ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামসনের বিদায়ের পর দলকে ৫২৩ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ওয়াটলিংয়ের। শেষ দিকে নিয়মিত উইকেট হারালেও উইকেটরক্ষক-ব্যাটসম্যানের অপরাজিত ৬১ রানের সুবাদে ১৩৪ রানের লিড নেয় অতিথিরা। 
 
ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও মইন তিনটি করে উইকেট নেন।