শ্রীলঙ্কার নারী ক্রিকেট দলে যৌন নিপীড়নের প্রমাণ মিলল

শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলের কয়েকজন সদস্যকে দলে জায়গা পেতে বা জায়গা ধরে রাখতে কর্মকর্তাদের সঙ্গে যৌন সম্পর্ক গড়তে বাধ্য করা হয়েছে। এই অভিযোগ নিয়ে তদন্ত করে যথেষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 06:04 PM
Updated : 22 May 2015, 06:04 PM

নারী ক্রিকেটারদের দলে জায়গা ধরে রাখতে যৌন সম্পর্ক গড়তে হচ্ছে- এমন অভিযোগের খবরের প্রেক্ষিতে গত নভেম্বরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তদন্তের নির্দেশ দেয়।
 
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক নিমাল দিশানায়েকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি গত বুধবার তদন্তের ফল ক্রীড়া মন্ত্রনালয়ে জমা দেন। 
 
এ বিষয়ে এক বিবৃতিতে দ্বীপ রাষ্ট্রটির ক্রীড়া মন্ত্রণালয় জানায়, তদন্তে মহিলা ক্রিকেট দলের ব্যবস্থাপনা দলের অনেক কর্মকর্তার বিরুদ্ধে অনেক মহিলা ক্রিকেটারদের উপর যৌন নিপীড়ন চালানোর প্রমাণ পাওয়া গেছে।
  
যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রী শিগগির ব্যবস্থা নেবেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
 
তবে কি প্রমাণ পাওয়া গেছে বা কাদের বিরুদ্ধে পাওয়া গেছে, তার কিছুই বিবৃতিতে জানানো হয়নি।