লর্ডসে ভালো অবস্থানে কিউইরা

ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বেশ ভালো অবস্থানে পৌঁছে গেছে নিউ জিল্যান্ড। ২ উইকেটে ৩০৩ রান করে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 11:57 AM
Updated : 22 May 2015, 06:21 PM

প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে এখনও ৮৬ রানে পিছিয়ে থাকলেও নিউ জিল্যান্ডের হাতে আছে ৮ উইকেট।
 
দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে লর্ডসে জো রুট ও বেন স্টোকসের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৮৯ রান করে ইংল্যান্ড। 
 
প্রথম দিনের করা ৭ উইকেটে ৩৫৪ রান নিয়ে শুক্রবার খেলতে নেমে কিউই পেসারদের দাপটে বেশিদূর এগুতে পারেনি স্বাগতিকরা। ১০.৫ ওভারে ৩৫ রান তুলতেই বাকি তিন উইকেট হারায় তারা।
 
নিউ জিল্যান্ডের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি ৪টি করে উইকেট নেন।

জবাবে মার্টিন গাপটিল ও টম ল্যাথামের ব্যাটে দারুণ সূচনা করে নিউ জিল্যান্ড। দুজনে মিলে ১৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। গাপটিল ৭০ ও ল্যাথাম ৫৯ রান করেন। 
দলকে ১৪৮ রানে রেখে গাপটিল ও ল্যাথাম তিন বলের মধ্যে ফিরে গেলে কিছুটা বিপদে পড়ে যায় নিউ জিল্যান্ড। সেখান থেকে অবিচ্ছিন্ন ১৫৫ রানের জুটি গড়ে বড় ইনিংসের সম্ভাবনা জোরদার করেন তারা। 
কেন উইলিয়ামসন ৯২ রান করে অপরাজিত আছেন। ১৪১ বলের ইনিংসে ১২টি চার মারেন তিনি। আরেক অপরাজিত ব্যাটসম্যান রস টেইলরের রান ৪৭।   
ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ও মইন আলি ১টি করে উইকেট পেয়েছেন।