রুট-স্টোকসে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড 

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত প্রথম দিনটা ভালোভাবেই শেষ করেছে ইংল্যান্ড। বেন স্টোকস ও জো রুটের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩৫৪ রান করেছে স্বাগতিকরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 06:16 PM
Updated : 21 May 2015, 06:16 PM

দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে লর্ডসে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বড়  ধরণের হোঁচট খায় ইংল্যান্ড। ৩০ রানের মধ্যে প্রথম ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। এদের মধ্যে অধিনায়ক অ্যালেস্টার কুক সর্বোচ্চ ১৬ রান করেন।
 
এরপর স্টোকস ও রুট পঞ্চম উইকেটে ১৬১ রানের জুটি গড়ে খেই হারানো দলকে কক্ষপথে ফেরান। 
 
৯৪ বলে ১৫টি চার ও ১টি ছক্কায় ৯২ রান করে মার্ক ক্রেইগের বলে স্টোকস বোল্ড হলে ভাঙে তার সঙ্গে রুটের ৩১.৫ ওভার স্থায়ী জুটি। 
 

আর ম্যাট হেনরির বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৯৮ রান করেন গত বছর ইংল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যান রুট। ১৬১ বলের ইনিংসে ১১টি চার মারেন তিনি। 
তাদের দুই জনের বিদায়ের পর আরেকটি শতরানের জুটি গড়েন জস বাটলার ও মইন আলি। ২৬.১ ওভার স্থায়ী জুটিতে ১০৩ রান করেন তারা। 
সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৭ রান করেন উইকেটরক্ষক বাটলার। ৪৯ রানে অপরাজিত আছেন মইন।
৯৩ রানে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার ম্যাট হেনরি।