হায়দরাবাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে মুম্বাই

সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে আইপিএলের পরের ধাপে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।বোলারদের নৈপুণ্যের পর দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় লিগ পর্বের শেষ ম্যাচে ৯ উইকেটে জিতেছে তারা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 06:11 PM
Updated : 17 May 2015, 06:11 PM

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে মুম্বাই। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগামী মঙ্গলবার কোয়ালিফাইয়ার-১ এ খেলবে মুম্বাই। 
 
আর বুধবার ‘এলিমিনেটর’ ম্যাচে লড়বে তৃতীয় স্থানে থাক রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চতুর্থ হওয়া রাজস্থান রয়্যালস। 
 
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর সে ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দলটি। শেষ বলে অলআউট হওয়ার আগে ১১৩ রান করে তারা। 
 
সর্বোচ্চ ২৫ রান করেন লোকেশ রাহুল। দলটির ৬ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। 
 
তাদেরকে অল্প রানে বেধে ফেলতে ১৬ রানে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিচেল ম্যাকক্লেনাগান। 
 
জবাবে লেন্ডল সিমন্স ও পার্থিব প্যাটেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। 
 
৩৭ বলে ৯টি চারের সাহায্যে অপরাজিত ৫১ রান করেন প্যাটেল। আর ৪৪ বলে ৪টি চারের সাহায্যে ৪৮ রান করেন সিমন্স।