এনসিএলে ম্যাচ পাতানোর অভিযোগের তদন্ত করবে বিসিবি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ম্যাচ পাতানো নিয়ে অভিযোগের তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 10:30 AM
Updated : 17 May 2015, 10:30 AM

এবারের আসরের শেষ রাউন্ডে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচ পাতানোর অভিযোগ আনে খুলনা বিভাগ। সেই ম্যাচে ১০২ রানে জিতে এনসিএলের শিরোপা জিতে রংপুর।
 
ম্যাচ পাতানোর অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “যেহেতু অভিযোগ হয়েছে, আমি মনে করি, অবশ্যই এর তদন্ত হওয়া উচিত। আমরা রোববার একটি তদন্ত কমিটি গঠন করব।”
 
গত ১৯ মার্চ খুলনা বিভাগের কর্মকর্তারা বিসিবি টুর্নামেন্ট কমিটির কাছে ম্যাচ পাতানোর ব্যাপারে অভিযোগ আনে।  
 
শেষ রাউন্ডের আগে খুলনা, রংপুর ও ঢাকা বিভাগের পয়েন্ট ছিল ৯৬ করে। তৃতীয় দিন চট্টগ্রাম বিভাগকে ইনিংস ও ২৪ রানে হারানোয় খুলনার পয়েন্ট দাঁড়ায় ১২০। তাই শিরোপা জিততে রংপুরের প্রয়োজন দাঁড়ায় ২৫ পয়েন্ট। 
 
শিরোপা জিততে চতুর্থ ও শেষ দিন ঢাকা মেট্রোকে অলআউট করা প্রয়োজন ছিল খুলনার। তারা প্রতিপক্ষকে ৮০ ওভারে ৩৬১ রানের লক্ষ্য দিয়েছিল। দিনের শেষ ওভারে ২৫৮ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো।
 
ম্যাচ চলার সময় খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক ফেইসবুকে এক স্ট্যাটাসে এনসিএলে ম্যাচ পাতানোর অভিযোগ আনেন। তবে পরে স্ট্যাটাসটি মুছে ফেলেন এই বাঁহাতি স্পিনার।