ওয়ানডেকে বিদায় হ্যাডিনের

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 09:27 AM
Updated : 17 May 2015, 09:27 AM

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার একদিন আগে রোববার অবসরের ঘোষণা দেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 
 
মেলবোর্নে গত মার্চে নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন হ্যাডিন। 
 
অস্ট্রেলিয়ার হয়ে ১২৬টি ওয়ানডে খেলা হ্যাডিন ৩১.৫৩ গড়ে ৩ হাজার ১২২ রান করেন। ১৭০টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ১১টি স্টাম্পিং করেন এই উইকেটরক্ষক। অ্যাডাম গিলক্রিস্ট ও ইয়ান হিলির পর অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ ডিসমিসালের মালিক তিনি। 
 
অবসর নেওয়ার সময় নিজের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট থাকার কথা উল্লেখ করেন ৩৭ বছর বয়সী হ্যাডিন। 
 
“আমার সম্মানজনক একটি ওয়ানডে ক্যারিয়ার আছে। তিনটি বিশ্বকাপ খেলতে পেরে আমি যথেষ্ট ভাগ্যবান এবং এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়।”
 
ক্যারিয়ারের শেষ বেলায় দেশের মাটিতে বিশ্বকাপ জয় আর দল এক নম্বরে থাকা অবস্থায় বিদায় নিতে পারাতেও নিজেকে ভাগ্যবান মনে করছেন হ্যাডিন।