অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে শাহাদাতের

বড় ধরনের চোটে পড়েছেন ঢাকা টেস্টে মাত্র দুই বল করতে পারা শাহাদাত হোসেন। এই পেসারকে সেরে উঠতে অস্ত্রোপচারের সহায়তা নিতে হতে পারে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 01:46 PM
Updated : 6 May 2015, 02:48 PM

বাংলাদেশ দলের গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, শাহাদাতের এমআরআই স্ক্যানের রিপোর্টে তার দেখা গেছে তার ডান হাঁটুর মিনিকাস ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত চার-পাঁচ দিন তাকে বিসিবির চিকিৎসক দলের পর্যবেক্ষণে থাকতে হবে।

এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত অস্ত্রোপচার প্রয়োজন হয়।

ঢাকা টেস্টের প্রথম দিন তৃতীয় একজন পেসারের অভাব অনুভব করেছে বাংলাদেশ। সেখানে মাত্র দুই বল করেই শাহাদাত মাঠ ছাড়ায় পুরো দায়িত্ব এসে পড়ে আরেক পেসার মোহাম্মদ শহীদের কাঁধে।

সাকিব আল হাসানসহ মাত্র চার জন বিশেষজ্ঞ বোলার নিয়ে ঢাকা টেস্টে বাংলাদেশের জন্য বড় আঘাত হয়ে এসেছে শাহাদাতের চোট।

বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম বলটি করতে গিয়ে চোট পান শাহাদাত। কোনোমতে দ্বিতীয় বলটি করলেও এর পর আর মাঠে থাকতে পারেননি এই পেসার। তার ওভারটি শেষ করেন সৌম্য সরকার।

এরপর মাঠে ফিরে তাইজুল ইসলামের বলে সীমানায় সামি আসলামের ক্যাচটি তালুবন্দি করেন শাহাদাত।

মধ্যাহ্ন-ভোজের বিরতির সময় সেন্টার উইকেটে অনুশীলন করতে গিয়ে দ্বিতীয়বার চোট পান শাহাদাত। প্রথম তিনটি বল ঠিক-ঠাক মতোই করেন তিনি। চতুর্থ বলটি করার সময় আবার পড়ে গিয়ে ব্যথা পান তিনি। তাকে স্ট্রেচারে করে আবার মাঠের বাইরে নেওয়া হয়।

দ্বিতীয়বারের চোটে পড়ার পর আর মাঠেই ফিরেননি এই পেসার।