পোলার্ড-রাইডু ঝড়ে মুম্বাইয়ের জয়

আইপিএলের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আম্বাতি রাইডু ও কাইরন পোলার্ডের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ডেয়ারডেভিলসকে ৫ উইকেটে হারিয়েছে তারা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 07:14 PM
Updated : 5 May 2015, 07:14 PM

এবারের আসরে মুম্বাইয়ের এটা পঞ্চম জয়, আর দিল্লির ষষ্ঠ হার। 
 
মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে যুবরাজ সিংয়ের অর্ধশতকে ৬ উইকেটে ১৫২ রান করে দিল্লি। ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৭ রান করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে জেপি ডুমিনির ব্যাট থেকে।
 
মুম্বাইয়ের পক্ষে ২টি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা ও হরভজন সিং।
 
জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা হয় বড্ড বাজে। প্রথম ওভারে উইকেট হারানো মুম্বাই ৪০ রানে চতুর্থ উইকেট হারায়। এরপরই বৃষ্টি নামে। তবে বৃষ্টির পর রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের পথে হাঁটে তারা। 
 
৩৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪৬ রান করেন অধিনায়ক রোহিত।
 
এরপর ষষ্ঠ উইকেটে কাইরন পোলার্ডের সঙ্গে ২৫ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন রাইডু। 
 
৪০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন রাইডু। আরেক অপরাজিত ব্যাটসম্যান পোলার্ড ১৪ বলে ৩ ছক্কায় ২৬ রান করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।