সুযোগ উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটনের

চোটের কারণে ঢাকা টেস্টে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ‘কিপিং’ করতে না পারলে অভিষেক হতে পারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 10:07 AM
Updated : 5 May 2015, 11:00 AM

ডান হাতের অনামিকার চোটের কারণে খুলনা টেস্টে পাকিস্তান ইনিংসে ৩৬ ওভারের বেশি কিপিং করতে পারেননি মুশফিক। তার অনুপস্থিতিতে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস কিপিং করেন। শেষ দিকে মাহমুদউল্লাহও কয়েক ওভার কিপিং করেন।  
 
মুশফিকের অনামিকায় কোনো চিড় ধরা পড়েনি। তাই কিপিং করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। তবে কোনো ঝুঁকি না নিয়ে লিটনকেও প্রস্তুত করছে স্বাগতিকরা।  
 
“আমি যদি কিপিং করার মতো ফিট থাকি, তাহলে আমিই কিপিং করবো। তারপরও আমি কালকের (বুধবার) ওয়ার্মআপ পর্যন্ত অপেক্ষা করব।” 
 
বাংলাদেশের অধিনায়ক মনে করেন, যোগ্য বলেই বাংলাদেশ দলে আছেন লিটন। তার দলে থাকার সঙ্গে মুশফিকের চোটের কোনো সম্পর্ক নেই।
 
“কালকে যদি নাও সুযোগ পায় আমার মনে হয়, ভবিষ্যতে ভালো একজন কিপার-ব্যাটসম্যান বাংলাদেশ দল পাবে।”
 
লিটন একই সঙ্গে একজন উদ্বোধনী ব্যাটসম্যানও। ছোট চোট রয়েছে খুলনা টেস্টে দ্বিশতক করা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালেরও। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানের চোট নিয়ে দুর্ভাবনা নেই মুশফিকের।
 
“তামিম হয়তো শতভাগ ফিট নয়, তবে এই মুহূর্তে খুব ভালো ছন্দে আছে সে। ওর না খেলার মতো কিছু হয়নি। আমিও আজ কিপিং করেছি, ভালো লেগেছে। তবে টেস্ট ক্রিকেটে এটা সহজ নয়, আমাকে পাঁচ দিনের কিপিং করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।”