দলকে প্রেরণা যোগাতে ঢাকায় আসছেন পিসিবি প্রধান

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দেখতে ঢাকায় আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। দলকে প্রেরণা যোগাতেই ঢাকা আসার কথা জানিয়েছেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 08:58 AM
Updated : 5 May 2015, 09:47 AM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী বুধবার।
 
এক বিবৃতিতে শাহরিয়ার বলেন, “দ্বিতীয় টেস্টের আগে আমি দলকে অনুপ্রেরণা দিতে চাই।”
 
ঢাকা সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করবেন পিসিবি প্রধান। 
 

বাংলাদেশ সফরটা খুবই বাজে কাটছে পাকিস্তানের। খুলনায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে খুব ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয় তাদের। 
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হারে অতিথিরা।